ভোরের দূত ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে শক্তিশালী ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস, যিনি অনুশীলনের সময় চোট পেয়েছেন। তার বদলে আজ দলের নেতৃত্ব দিচ্ছেন জাকের আলি, যিনি প্রথমবার টস করতে এসেই জয় পেয়েছেন।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে বাংলাদেশ দলে চারটি পরিবর্তন আনা হয়েছে। লিটনের পাশাপাশি পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম এবং অলরাউন্ডার শেখ মেহেদি হাসানও বাদ পড়েছেন। তাদের জায়গায় দলে ফিরেছেন রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন। অন্যদিকে, ভারত তাদের আগের ম্যাচের জয়ী একাদশ নিয়েই মাঠে নামছে।
চলতি টুর্নামেন্টে ভারত এখনো অপরাজিত। গ্রুপপর্বে পাকিস্তান, ওমান ও হংকংকে হারানোর পর সুপার ফোরেও তারা পাকিস্তানকে পরাজিত করেছে। অন্যদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে জয় বাংলাদেশকে কিছুটা আত্মবিশ্বাস জোগালেও, পরিসংখ্যান ভারতের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত দুই দলের ১৭টি টি-টোয়েন্টি লড়াইয়ে ভারত ১৬টিতেই জয় পেয়েছে। বাংলাদেশের জয় মাত্র একটিতে। এশিয়া কাপে (ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে) ১৫ দেখায় ভারতের ১৩ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র দুটি।
তবে, গত ২০২৩ সালের ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশকে ৬ রানে হারিয়েছিল ভারত। যদিও তখন ভারত আগেই ফাইনাল নিশ্চিত করেছিল।
দুই দলের একাদশ
- ভারত: অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।
- বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, জাকের আলি (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান।