ভোরের দূত ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ শুরু করেও শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রানে থেমেছে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করেছিল তারা, কিন্তু মাঝের ওভারে রানের গতি কমে যাওয়ায় বড় স্কোর করতে ব্যর্থ হয়।
পাকিস্তানের হয়ে ওপেনিং জুটিতে ফখর জামান ও সাহিবজাদা ফারহান ভালো শুরু করেন। ফখর ৯ বলে ১৫ রান করে দ্রুত ফিরলেও, ফারহান ও সাইম আয়ুব মিলে দলের রানকে ৯৩ পর্যন্ত নিয়ে যান। সাইম ১৭ বলে ২১ রান করে শিভম দুবের বলে আউট হন। এরপরই পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ কিছুটা এলোমেলো হয়ে যায়।
এক সময় ১১৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। এর মধ্যে সাহিবজাদা ফারহান ৪৫ বলে ৫৮ রান করে আউট হন। এটি ছিল তার চতুর্থ আন্তর্জাতিক টি-টোয়েন্টি অর্ধশতক। এরপর হুসাইন তালাতও ১১ বলে ১০ রান করে দ্রুত ফেরেন।
শেষ দিকে অধিনায়ক সালমান আলি আগা ১৩ বলে ১৭ রান এবং ফাহিম আশরাফ ৮ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলে দলের স্কোরকে ১৭১-এ নিয়ে যান। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৯১ রান করা পাকিস্তান, শেষ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৮০ রান যোগ করতে সক্ষম হয়।