ভোরের দূত ডেস্ক: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে নিউক্যাসল ইউনাইটেড ছেড়ে লিভারপুলে যোগ দিলেন সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক। ট্রান্সফার উইন্ডোর শেষ মুহূর্তে সম্পন্ন হওয়া এ চুক্তিতে খরচ হয়েছে প্রায় ১২ কোটি ৫০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭০০ কোটি টাকা), যা ইংল্যান্ডে কোনো ক্লাবের জন্য রেকর্ড।
লিভারপুলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মৌসুমে ক্লাবের ঐতিহ্যবাহী ৯ নম্বর জার্সি পরবেন ইসাক। এই জার্সি অতীতে ইয়ান রাশ, রবি ফাউলার, ফার্নান্দো তোরেস, রবার্তো ফিরমিনোসহ কিংবদন্তিদের গায়ে শোভা পেয়েছে। সর্বশেষ দারউইন নুনিয়েজ এই জার্সি পরে মাঠে নামেন, যিনি সম্প্রতি সৌদি ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন।
নতুন যাত্রা নিয়ে ইসাক বলেন, “এটা আমার জন্য অনেক বড় সম্মান। নাম্বারটা আইকনিক, এর সঙ্গে দায়িত্বও আছে। আমি সুযোগটা কাজে লাগাতে চাই এবং মাঠে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছি।”
সুইডেন জাতীয় দলের হয়ে ইসাক অনেক সময়ই ৯ নম্বর জার্সি পরেছেন। তবে ক্লাব ক্যারিয়ারে বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল সোসিয়েদাদ ও নিউক্যাসলে খেলেছেন মূলত ১৪ এবং ১৯ নম্বর জার্সি পরে। এবার লিভারপুলে তিনি পাচ্ছেন নিজের পছন্দের ঐতিহ্যবাহী ৯ নম্বর।