বিসিবি নির্বাচন ঘিরে ক্রিকেটারদের স্ট্যাটাস: সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট চান তারা

খেলাধুলা

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে নানা রকমের পক্ষ-বিপক্ষের শক্তি। কারও নাম উচ্চারিত হচ্ছে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের সমর্থক হিসেবে, আবার কেউবা বর্তমান তারকা তামিম ইকবালের ঘনিষ্ঠ বলে বিবেচিত হচ্ছেন।

এমন এক উত্তপ্ত পরিস্থিতিতে বিসিবি নির্বাচন নিয়ে একযোগে অবস্থান জানালেন পাঁচ-ছয়জন জাতীয় দলের ক্রিকেটার। ফেসবুক স্ট্যাটাসে তারা প্রকাশ করেছেন একই ধরনের বার্তা।

জাতীয় দলের ক্রিকেটার মুমিনুল হক, তাইজুল ইসলাম, সৌম্য সরকার, ইরফান শুক্কুর ও মোহাম্মদ মিঠুন হুবহু এক বাক্যে লিখেছেন—
“বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।”

এদিকে জাতীয় দলের আরেক ব্যাটার এনামুল হক বিজয়-এর স্ট্যাটাসেও প্রায় একই বার্তা দেখা গেছে। তিনি লিখেছেন—
“আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার।”

ক্রিকেটারদের এমন সমন্বিত অবস্থান এবার নির্বাচনের প্রতি তাদের আগ্রহ এবং শঙ্কার প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচন ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং গুঞ্জনের মধ্যে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ বার্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *