জাজিরা উপজেলা ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খেলাধুলা সারাদেশ

মোঃ আমির হোসেন, শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব কাবেরী রায়, উপজেলা নির্বাহী অফিসার, জাজিরা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজ উদদ্দৌলা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ খায়রুল ইসলাম, জাজিরা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের সকল অধ্যক্ষ, প্রধান শিক্ষক/সুপারগণ এবং বিভিন্ন বিদ্যালয়ের শারীরিক শিক্ষকেরা।

দিনব্যাপী আয়োজিত খেলাধুলার বিভিন্ন ইভেন্টে ছেলে ও মেয়েদের অংশগ্রহণে জমে ওঠে প্রতিযোগিতা। খেলা শেষে ছেলে ও মেয়েদের বিভিন্ন ইভেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার বিতরণ করা হয়।

অতিথিবৃন্দ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান এবং ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও শৃঙ্খলাবোধ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *