আর্সেনালের সাবেক ফুটবলার বিলি ভিগারের মর্মান্তিক মৃত্যু

খেলাধুলা

ভোরের দূত ডেস্ক: আর্সেনালের যুব দলের সাবেক ফুটবলার বিলি ভিগার মাত্র ২১ বছর বয়সে খেলার মাঠে আঘাতজনিত কারণে মারা গেছেন। মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়ায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। তিনি সবশেষ চিচেস্টার সিটি ফুটবল ক্লাবের হয়ে খেলছিলেন।

২১ বছর বয়সী এই ফুটবলার গত সপ্তাহান্তে ইস্টমিয়ান লিগ প্রিমিয়ার ডিভিশনের একটি ম্যাচে গুরুতর আঘাত পান। উইনগেট অ্যান্ড ফিঞ্চলির মাঠে খেলার সময় বল বাঁচানোর চেষ্টায় তিনি মাঠের পাশে থাকা কংক্রিটের দেয়ালে আঘাত পান বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেওয়া হলে ইন্ডিউসড কোমায় রাখা হয়। মঙ্গলবার তাঁর অস্ত্রোপচার করা হলেও, আঘাতের তীব্রতা বেশি হওয়ায় শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

বিলি ভিগারের বর্তমান ক্লাব চিচেস্টার সিটি সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে জানিয়েছে:

“বিলি ভিগারের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। এই কঠিন সময়ে তাঁর পরিবারের ব্যক্তিগত বিষয় রক্ষা করার অনুরোধ করছি। বিশ্রাম নিন, বিলি। চিরকাল চিচেস্টার সিটি ফুটবল ক্লাবের সকলের হৃদয়ে থাকবেন।”

তাঁর মৃত্যুর কারণে শনিবার লুইসের বিপক্ষে চিচেস্টার সিটির ম্যাচটি স্থগিত করা হয়েছে।

বিলি ভিগার আর্সেনাল ছাড়ার আগে ক্লাবটির সিনিয়র দলে সুযোগ পাননি। আর্সেনালের যুব দলে থাকাকালীন তিনি ডার্বি অনূর্ধ্ব-২১, হেস্টিংস ও ইস্টবর্ন দলে ধারে খেলেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *