ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি হলেন মোহাম্মদ মিঠুন

খেলাধুলা

অনলাইন ডেস্ক: ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি তার প্রতিদ্বন্দ্বী সাবেক ক্রিকেটার সেলিম শাহেদকে পরাজিত করে এই পদে জয়ী হন।

কোয়াবের সভাপতি পদ ছাড়া বাকি ১০টি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। প্রতিটি পদে একজন করে প্রার্থী মনোনয়ন দেওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে শুধুমাত্র সভাপতি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ২১৫ জন ভোটারের মধ্যে ১৮৮ জন ভোট দিয়েছেন। এর মধ্যে মোহাম্মদ মিঠুন ১৫৪টি ভোট পেয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী সেলিম শাহেদ পেয়েছেন ৩৪টি ভোট। এবারই প্রথম স্বশরীরের পাশাপাশি অনলাইনে ভোট দেওয়ার সুযোগ ছিল।

কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট এবং ইমরুল কায়েস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *