খেলাধূলা ডেস্ক: এস্তাদিও মেত্রোপলিতানোতে আজ রাতেই হবে মৌসুমের প্রথম রোমাঞ্চকর মাদ্রিদ ডার্বি। রিয়াল মাদ্রিদ এবং আতলেতিকো মাদ্রিদ মুখোমুখি হবে, যা লিগের শিরোপা লড়াইতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
রিয়াল মাদ্রিদ লিগে এবার দারুণ শুরু করেছে। প্রথম ছয় ম্যাচের প্রতিটিতে জিতেছে তারা। অন্যদিকে আতলেতিকোর শুরুটা খুব একটা মসৃণ হয়নি। ছয় ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৯ পয়েন্ট, যার মধ্যে দুই জয়, তিনটি ড্র এবং একটি হার রয়েছে।
তবে ‘মাদ্রিদ ডার্বি’-র মতো বড় ম্যাচে অতীত পারফরম্যান্স দ্বারা কোনো দলকে বিচার করা যায় না। আতলেতিকো আজ নিজেদের পুনরুদ্ধারের সুযোগ কাজে লাগাতে চায় এবং নগরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে হারিয়ে নতুন ছন্দ ফিরে পেতে চায়। রিয়ালকে হারাতে হলে আতলেতিকোকে মাঠে নিজেদের সেরাটা দিতে হবে।
ম্যাচের মূল আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে এবং হুলিয়ান আলভারেজের লড়াই। চলতি মৌসুমে এমবাপ্পে দারুণ ছন্দে আছেন। লা লিগার প্রথম ছয় ম্যাচে ৭ গোল করেছেন তিনি এবং দলের খেলার ওপরও প্রভাব ফেলছেন। এমবাপ্পে আজও রিয়ালের প্রধান অস্ত্র হিসেবে মাঠে নামবেন।
আতলেতিকোতে আলভারেজও প্রস্তুত রয়েছেন। আগের ম্যাচে রায়ো ভায়েকানোর বিপক্ষে হ্যাটট্রিক করা এই আর্জেন্টাইন তারকা রিয়ালের বিপক্ষে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাতে চাইবেন। ম্যাচের আগে আলভারেজ জানিয়েছেন, ‘আমরা রিয়ালের কাছ থেকে ৩ পয়েন্ট নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’
ম্যাচে শুধু ফরোয়ার্ডদের লড়াই নয়, দুই কোচের কৌশলও গুরুত্বপূর্ণ। রিয়ালের কোচ জাবি আলোনসো সিমিওনের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘সিমিওনে ১৪ বছরে যা অর্জন করেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আতলেতিকো উন্নতি করেছে, সঠিক খেলোয়াড় নিয়েছে এবং উচ্চমানের দল গঠন করেছে।’
আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনো রিয়ালের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ দলগত খেলায় উন্নতি করেছে। তাদের কোচ তাদের চাপ দিয়ে খেলানোর কৌশল শিখিয়েছে। এজন্য তারা সব ম্যাচ জিতেছে।’
আজকের ম্যাচে দর্শকরা দেখতে পাবেন খেলোয়াড় ও কোচ—দুই দিকই কৌশলগত, মানসিক এবং শারীরিকভাবে সেরা পারফরম্যান্স দিতে প্রস্তুত।