আড়াই দিনেই উইন্ডিজকে উড়িয়ে দিল ভারত

খেলাধুলা

ভোরের দূত ডেস্ক: রবীন্দ্র জাদেজা (৪-৫৪), মোহাম্মদ সিরাজ (৩-৩১) ও কুলদীপ যাদবের (২-২৩) দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র আড়াই দিনেই ইনিংস ও ১৪০ রানের বিশাল ব্যবধানে হারাল ভারত। আজ শনিবার আহমেদাবাদ টেস্টে সফরকারী দলের দ্বিতীয় ইনিংস মাত্র এক সেশনের সামান্য বেশি সময়েই গুটিয়ে যায়। এই জয়ের মধ্য দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করল ভারতীয় দল।

আগের দিনের ২৮৬ রানের লিড নিয়ে ভারত ইনিংস ঘোষণার পর মাত্র ৪৫.১ ওভার বল করেই ক্যারিবিয়ানদের ১৪৬ রানে অলআউট করে দেয়।

এদিন শুরু থেকেই জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ উইন্ডিজ ব্যাটসম্যানদের চাপে ফেলেন। ওপেনার ত্যাগনারায়ন চন্দরপল অষ্টম ওভারেই সিরাজের শর্ট বলে পুল করতে গিয়ে আউট হন। এরপর রবীন্দ্র জাদেজা বল হাতে নিয়ে দ্রুত উইকেট তুলতে শুরু করেন। জন ক্যাম্পবেল এবং ব্র্যান্ডন কিং দ্রুত স্পিনারদের শিকার হন, ফলে ৩৪ রানেই ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

অধিনায়ক রোস্টন চেজ কুলদীপ যাদবের স্পিন বুঝতে না পেরে বোল্ড হন, আর শাই হোপও দারুণ ক্যাচে ফেরেন। লাঞ্চ বিরতির সময় ক্যারিবীয়দের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৬৬।

বিরতির পর কিছুটা প্রতিরোধ গড়লেও আথানাজে ও জাস্টিন গ্রিভস বেশিক্ষণ টিকতে পারেননি। ওয়াশিংটন সুন্দরের শিকার হন আথানাজে, আর সিরাজ ও কুলদীপ যাদবের বলে বাকিরা ফিরতে বাধ্য হন।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ১৬২ (জাস্টিন গ্রিভস ৩২; সিরাজ ৪-৪০, বুমরাহ ৩-৪২) ও ১৪৬ (আথানাজে ৩৮; জাদেজা ৪-৫৪, সিরাজ ৩-৩১, কুলদীপ ২-২১)

ভারত: ৪৪৮/৫ ঘোষিত (ধ্রুব জুরেল ১২৫, জাদেজা ১০৪*, রাহুল ১০০, গিল ৫০; চেজ ২-৯০)

ফলাফল: ভারত ইনিংস ও ১৪০ রানে জয়ী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *