ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন ফের্মিন লোপেস

খেলাধুলা

ভোরের দূত ডেস্ক: বার্সেলোনার তরুণ মিডফিল্ডার ফের্মিন লোপেস বাম পায়ের পেশিতে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। ক্লাবটি সোমবার তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এর (সাবেক টুইটার) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

২২ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডারের স্ক্যান রিপোর্টে চোট ধরা পড়েছে। ধারণা করা হচ্ছে, তাকে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।

লোপেস চলতি মৌসুমে দারুণ ফর্মে ছিলেন। লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ৬-০ গোলের জয়ে তিনি জোড়া গোল করেছিলেন। তবে গত রবিবার গেতাফের বিপক্ষে ৩-০ গোলের জয়ী ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার পর তিনি চোট পান এবং খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে বাধ্য হন।

ম্যাচ শেষে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক তার আক্ষেপ প্রকাশ করে বলেন, “তিন পয়েন্ট, ৩-০ জয়—সবকিছু ঠিকঠাক। কিন্তু ফের্মিনের ইনজুরির কারণে আমার ভালো লাগছে না। আগামীকাল পরীক্ষা হবে, তখন বিস্তারিত জানা যাবে।”

এই ইনজুরির মধ্য দিয়ে মৌসুমের শুরু থেকেই বার্সেলোনা ইনজুরির কারণে বেশ সমস্যায় পড়েছে। ফের্মিন লোপেস ছাড়াও দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়—মার্ক-আন্ড্রে টের স্টেগেন, লামিনে ইয়ামাল, গাভি এবং আলেহান্দ্রো বালদে—আগে থেকেই মাঠের বাইরে রয়েছেন।

বার্সেলোনা তাদের পরবর্তী ম্যাচ খেলবে আগামী বৃহস্পতিবার রিয়াল ওভিয়েদোর বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *