ভোরের দূত ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠান নিয়ে হাইকোর্টের রায় আজ রবিবার ঘোষণার কথা থাকলেও, এর আগেই চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। নির্বাচন নিয়ে হাইকোর্ট আজ রায় দেবে, এবং তফসিল অনুযায়ী আগামীকাল ৬ অক্টোবর সোনারগাঁ হোটেলে ভোট হওয়ার কথা। কিন্তু সূত্র জানিয়েছে, গত শুক্রবার গভীর রাতে রাজধানীর একটি হোটেলে গোপনে অনলাইনে ভোট গ্রহণ সম্পন্ন হয়ে গেছে! রিপোর্ট অনুযায়ী, ক্রিকেট বোর্ডের সিংহভাগ ভোটই নাকি কাস্ট হয়ে গেছে, ৬ অক্টোবর কেবল লোক দেখানো নির্বাচন হবে।
প্রাপ্ত রিপোর্টে জানা গেছে, এই ভোট হয়েছে ই-মেইলের মাধ্যমে। বিসিবি নির্বাচন কমিশন এই প্রক্রিয়াকে ‘ই-ব্যালট ভোট’ হিসেবে অভিহিত করেছে।
শুক্রবার রাতে মোট ২৬ জন ভোটার ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পদ্ধতি ছিল চমকপ্রদ। ভোটাররা আগে থেকেই কোথায় কোথায় টিক দিতে হবে, তা বুঝে নেন। একটি গোপন কক্ষে কম্পিউটার ও স্ক্যানার নিয়ে একজন ব্যক্তি অপেক্ষায় ছিলেন। ব্যালট ই-মেইলে আসার পর তা প্রিন্ট করে ভোটারকে বলে দেওয়া হয় কোথায় ভোট দিতে হবে। ভোট দেওয়া শেষে সেই পূরণ করা তালিকা স্ক্যান করে নির্বাচন কমিশনারের মেইলে পাঠানো হয়।
লিজেন্ডস অফ রুপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদলও ক্ষুদে বার্তা পেয়ে গোপনে ভোট দিতে হোটেলে গিয়েছিলেন। কিন্তু তাকে জানানো হয় তিনি ভোট দিতে পারছেন না। পরে তিনি বেরিয়ে এসে জানান, বিশেষ কারণে ভোট থেকে সরে দাঁড়ালেন।
এই রাতে ক্যাটাগরি ২ এর ভোটাররাই বেশি ছিলেন। রিপোর্ট অনুযায়ী, কারা বিসিবির পরিচালক হচ্ছেন, তাও নিশ্চিত হয়ে গেছে। আগামীকাল ভোট শেষে এই নামগুলো মিলিয়ে দেখা যেতে পারে: ফারুক আহমেদ, ইসতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শাহনিয়ান তানিম, মোহাম্মদ মুকছেদুল কামাল, মোহাম্মদ ফয়জুর রহমান ভূঞা, এম নাজমুল ইসলাম, মো. মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী।