আইসিসির শাস্তি: সূর্যকুমার ও হারিস রউফকে ৩০ শতাংশ জরিমানা, ফারহান পেলেন সতর্কবার্তা

খেলাধুলা

ভোরের দূত ডেস্ক: চলমান এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের আচরণ নিয়ে সৃষ্ট বিতর্কের পর অবশেষে শাস্তি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ম্যাচে মন্তব্য ও মাঠের আচরণের কারণে ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব এবং পাকিস্তানি পেসার হারিস রউফকে তাঁদের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান শাস্তি এড়াতে সক্ষম হয়েছেন। তাঁকে কেবল সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

আইসিসি বৃহস্পতিবার ও শুক্রবার শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত শুনানি শেষে এই সিদ্ধান্ত জানিয়েছে:

সূর্যকুমার যাদব: গ্রুপপর্বের ভারত-পাকিস্তান মহারণের পর পাহেলগামের সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো ও ভারতীয় সেনার সঙ্গে সংহতি প্রকাশ করায় তাঁকে জরিমানা করা হয়েছে। যদিও ভারতীয় বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যেই এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

হারিস রউফ: ফিল্ডিংয়ের সময় ভারতীয় দর্শকদের উদ্দেশ্যে “প্লেন ভেঙে পড়া” সহ আগ্রাসী ও অগ্রহণযোগ্য অঙ্গভঙ্গি করায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আর্থিক জরিমানা করা হয়েছে।

সাহিবজাদা ফারহান: সুপার ফোরে অর্ধশতক পূর্ণ করার পর তাঁর ‘বন্দুক সেলিব্রেশন’-এর ঘটনায় তাঁকে কেবল সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোনো আর্থিক জরিমানা করা হয়নি।

টুর্নামেন্টের শুরু থেকেই দুই দলের মধ্যে উত্তেজনা প্রবল ছিল।

প্রথম অভিযোগ (পিসিবি): ১৪ সেপ্টেম্বরের গ্রুপপর্বে টসের সময় সূর্যকুমারসহ ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলে। আইসিসি পরে পাইক্রফটকে ‘ক্লিন সিট’ দেয়।

দ্বিতীয় অভিযোগ (পিসিবি): পিসিবি পুনরায় ইমেইল করে ভারতের অধিনায়ক সূর্যকুমারের ম্যাচ-পরবর্তী মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

তৃতীয় অভিযোগ (বিসিসিআই): পিসিবি’র অভিযোগের পর ভারতীয় বোর্ড (বিসিসিআই) রউফ ও ফারহানের উসকানিমূলক অঙ্গভঙ্গির বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে আইসিসিকে ইমেইল পাঠায়।

এই অভিযোগগুলোর তদন্তের ভিত্তিতেই আইসিসি ফাইনালের আগে দুই দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে জরিমানা করল।

আগামী ২৮ সেপ্টেম্বর (রবিবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *