সুপার ফোরের শুরুতেই শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, টসে জিতে ফিল্ডিং

খেলাধুলা

ভোরের দূত ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এই ম্যাচটি শুরু হবে।

এই ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে, যেখানে শ্রীলঙ্কা তাদের আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে। শ্রীলঙ্কার খেলোয়াড় দুনিথ ভেল্লালাগে তার বাবার মৃত্যুর পর দেশে গেলেও এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য সংযুক্ত আরব আমিরাতে ফিরে এসেছেন।

গত দুই মাসে দুই দল চারবার মুখোমুখি হয়েছে। জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়লাভ করেছিল। তবে এবারের এশিয়া কাপে গ্রুপপর্বের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে যায় লিটন দাসের দল। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২১টি ম্যাচে দুই দলের মুখোমুখি লড়াইয়ে শ্রীলঙ্কা ১৩টি ম্যাচে জয় পেয়েছে, যেখানে বাংলাদেশ জয় পেয়েছে ৮টি ম্যাচে।

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে এশিয়া কাপে ১৮টি ম্যাচের মধ্যে শ্রীলঙ্কা ১৫টি ম্যাচে জয়লাভ করেছে, আর বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩টি ম্যাচে। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দলের মধ্যে লড়াই কিছুটা ভিন্ন। ২০১৬ সালের এশিয়া কাপে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়েছিল, যদিও ২০২২ সালের আসরে শ্রীলঙ্কা ২ উইকেটের জয় নিয়ে প্রতিশোধ নেয় এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়।

দুই দলের একাদশ:

বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুসল পেরেরা, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, দুশমান্থা চামিরা ও নুয়ান থুশারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *