ভোরের দূত ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এবার ক্রিকেটের মূল স্রোতে ফিরতে চলেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুমিল্লার ক্রিকেটকে তার আগের গৌরবে ফিরিয়ে আনাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে বিসিবি নির্বাচনে লড়ছেন আসিফ। বর্তমানে যুক্তরাষ্ট্রে শো নিয়ে ব্যস্ত থাকলেও নিউইয়র্ক থেকে এক দৈনিককে তিনি নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন।
ক্রিকেটে আসিফের শিকড় পুরনো। নব্বইয়ের দশকে তিনি ঢাকার প্রথম বিভাগ লিগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ক্রিকেট দলেরও নেতৃত্ব দিয়েছেন। সেই অভিজ্ঞতা নিয়েই তিনি এখন কুমিল্লার ক্রিকেটের স্থবিরতা কাটাতে বদ্ধপরিকর।
আসিফের ভাষ্যমতে, বর্তমানে কুমিল্লায় ছয় বছর ধরে ক্রিকেট লিগ হচ্ছে না, যা জেলার খেলার ঐতিহ্যকে নষ্ট করছে। তিনি বলেন, “বিসিবিতে সুযোগ পেলে প্রথম কাজ হবে কুমিল্লার ক্রিকেটকে আগের জায়গায় ফিরিয়ে আনা।”
আসিফ আকবর মনে করেন, ক্রিকেটের পরিবেশ ফিরিয়ে আনতে পারলে তরুণ সমাজকে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সমস্যা থেকে দূরে রাখা সম্ভব হবে।
তিনি বলেন, “কুমিল্লার তরুণরা মাঠমুখী হচ্ছে না। মাদক ও কিশোর গ্যাংয়ের সমস্যা বেড়েছে। মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে আনতে পারলে তরুণদেরও সঠিক পথে রাখা যাবে।”
শুধু কুমিল্লা নয়, সুযোগ পেলে পুরো চট্টগ্রাম বিভাগের ক্রিকেট নিয়ে কাজ করারও স্বপ্ন দেখেন এই শিল্পী। তাঁর মতে, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ প্রতিটি জেলায় প্রতিভার অভাব নেই।
আসিফ আকবর জানান, স্থানীয় সংগঠক এবং সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অনুরোধে তিনি নির্বাচনে অংশ নিতে রাজি হয়েছেন।
আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ১৪টি শো নিয়ে ব্যস্ত থাকায় তিনি ই-ব্যালটের মাধ্যমে ভোট দেবেন এবং সেখান থেকেই কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।