এশিয়া কাপ ট্রফি নিয়ে ভারতের কঠোর সমালোচনা করলেন ডি ভিলিয়ার্স

খেলাধুলা

ভোরের দূত ডেস্ক: এশিয়া কাপে শিরোপা জয়ের পর ট্রফি প্রদান নিয়ে ভারতের আচরণে তীব্র সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তিনি মনে করেন, খেলাধুলা থেকে রাজনীতিকে দূরে রাখা উচিত।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং একইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নকভির কাছ থেকে রাজনৈতিক বৈরিতার কারণে শিরোপাজয়ী ভারত ট্রফি নিতে চায়নি। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি আইপিএলে লম্বা সময় ধরে খেলা ডি ভিলিয়ার্স।

নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স বলেন, “(এশিয়া কাপের) ট্রফি কে দেবে সেটি নিয়ে ভারত দল খুশি ছিল না। আমি মনে করি খেলাধুলায় এই ব্যাপারগুলো থাকা উচিত না। রাজনীতি একপাশে রাখা উচিত। খেলাধুলা একটি জিনিস, এবং এটিকে যেজন্য খেলা হয় সেভাবেই উদযাপন করা উচিত।”

সাবেক এই বিস্ফোরক ব্যাটার ট্রফি না নেওয়ার ঘটনাটিকে ‘খারাপ লাগা’ ও ‘অস্বস্তিকর’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “বিষয়টি (রাজনীতি) খেলা, খেলোয়াড়, ক্রিকেটারদের খুব কঠিন জায়গায় ফেলে দেয়, যেটা দেখতে আমি অপছন্দ করি। শেষদিকে এটা বেশ অস্বস্তিকর ছিল।” তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে ভারত এই ব্যাপারগুলো ঠিক করে নেবে।

তবে ডি ভিলিয়ার্স ভারতের টি-টোয়েন্টি সেটআপ নিয়ে বেশ মুগ্ধ। বিশেষ করে পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তিনি ভারতের প্রশংসা করেন। তার ভাষ্য, “আসুন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টির (ক্রিকেট) ওপর মনোযোগ দেই। ভারত দেখে সত্যিই শক্তিশালী লাগছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বড়সড় প্রস্তুতি নিচ্ছে.. তাদের (ভারত) দেখে মনে হচ্ছে তাদের অনেক প্রতিভা আছে, এবং তারা বড় মুহূর্তগুলো ভালোভাবে খেলে। (দেখতে) অসাধারণ।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *