কোটচাঁদপুরে একেএম সিরাজুল হক সিরুমিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খেলাধুলা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে মরহুম পৌর চেয়ারম্যান একেএম সিরাজুল হক সিরুমিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় ২-০ গোলে জয়লাভ করে কোটচাঁদপুর ফুটবল একাদশ।

জানা যায়, গত ৫ আগস্ট একই মাঠে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, যাতে মোট ৮টি দল অংশ নেয়। শনিবারের ফাইনালে মুখোমুখি হয় কোটচাঁদপুর ফুটবল একাদশ ও যশোর ফুটবল একাদশ।

বিকেল ৪টায় খেলা শুরু হয়। প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় শেষ হলেও খেলা ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে কোটচাঁদপুর ফুটবল একাদশ প্রথম গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। এরপর যশোর একাদশ আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। ম্যাচের শেষভাগে কোটচাঁদপুর দল আরেকটি গোল করে ব্যবধান বাড়ায়। নির্ধারিত সময় শেষে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে কোটচাঁদপুর ফুটবল একাদশ।

খেলা শেষে শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন সাবেক প্যানেল মেয়র ও সাহস সেবা সংস্থার সভাপতি খোন্দকার শরাফত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঝিনাইদহ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী কে এম আমিরুজ্জামান খান শিমুল।

বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর আব্দুর রাজ্জাক, সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সবুর খান এবং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ আমানুল্লাহ্য।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান ও সদস্য সচিব মাহফুজ আলম মামুন প্রমুখ।

খেলার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস. কে. এম. সালাহউদ্দিন বুলবুল সিডল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাহস সেবা সংস্থার সাধারণ সম্পাদক রুস্তম আলী।

পরে প্রধান অতিথি বিজয়ী দলকে ৬০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ৪০ হাজার টাকার পুরস্কার তুলে দেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *