কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ “হাসি মুখে রক্ত দান, বাঁচতে পারে লক্ষ প্রাণ” — এই স্লোগানকে সামনে রেখে কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের সভাপতি শেখ মশিউর রহমান।
সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মিলন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম, শুভাকাঙ্ক্ষী ডি.ইউ আলিম মাদরাসার সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন এবং বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম খাঁনসহ ব্লাড ব্যাংকের অন্যান্য সদস্যরা।
সভায় সভাপতির বক্তব্যে এডিস মশার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।এছাড়া রক্ত সংগ্রহ ও সংরক্ষণের পদ্ধতি, রোগীদের দ্রুত সহায়তা এবং ব্লাড ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল করার উপায় নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে প্রচার মাইকের উচ্চ শব্দ নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সবশেষে যারা বেশি রক্ত সংগ্রহ করেছেন, তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।