মো: শফিকুল ইসলাম ভূঞা, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সদর উপজেলার ১০৮ ঋণগ্ৰহীতার মধ্যে ৪৭,৯০০০০/-(সাতচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা) সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী জনাব মাহবুব রহমান।
এর মধ্যে পল্লী সমাজসেবা কার্যক্রম এর আওতায় ৮৩ জন ঋণ গ্ৰহীতাকে ৩৭,২০০০০/-(সাইত্রিশ লক্ষ বিশ হাজার) টাকা , পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম এর আওতায় ১৭ জন নারী ঋণগ্ৰহীতাকে ৭,২০০০০/-(সাত লক্ষ বিশ হাজার) টাকা এবং ৮ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ৩,৫০০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) ঋণ প্রদান করা হয়।
সমাজসেবা অফিসার মাধ্যমে পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্রর কার্যক্রম ও দগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম আওতায় এ ঋণ বিতরণ করা হয়।