নোয়াখালীতে গ্যাসের চুলা থেকে বিস্ফোরণ, মা-বাবাসহ দুই শিশু দগ্ধ

সারাদেশ

ভোরের দূত ডেস্ক: বুধবার (১লা অক্টোবর) রাত সাড়ে ৮টায় নোয়াখালীর, কোম্পানীগঞ্জের, বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডে ইদ্রিসিয়া সড়কের একটি আবাসিক বাসা ‘রাহাত মঞ্জিল’ এর ২য় তলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। উক্ত বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। দগ্ধদের মধ্যে বাবা-মা এবং তাদের দুইজন শিশু সন্তান।

দগ্ধদের উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে এরপর রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেওয়া হয়েছে। আহতরা হলেন- কুমুদ নাথ (৪৪), তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২), শিশু কন্যা ওদ্রিবা (৮) ও ছেলে তূর্য (৩)। আহত কুমুদ নাথ একটি ঔষধ কোম্পানীতে চাকরি করেন বলে জানা গেছে এবং তিনি আবাসিক ঐ বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রান্না ঘরে লাইনের গ্যাসের চুলার সুইজ খোলা থাকায় গ্যাস লিকেজ হয়ে পুরো ঘরে গ্যাস জমে থাকে। এ অবস্থায় ঐ বাসার একটি কক্ষের মেঝেতে প্রদীপ জ্বালাতে গেলে এই বিস্ফোরণটি ঘটে এবং পরিবারেরর সবাই একসাথে দগ্ধ হন।

বিস্ফোরণের বিকট শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে যেয়ে তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আবদুল মালেক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসায় রান্না ঘরের গ্যাসের চুলায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *