চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন; সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

সারাদেশ

জুলফিকার আলী ভুট্টো, চকরিয়া (কক্সবাজার): কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালীতে অবৈধ বালু উত্তোলনে পরিবেশ ধ্বংসের পাশাপাশি জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। এ নিয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রতিবাদে শনিবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় দিকে বদরখালীস্থ পানি উন্নয়ন বোর্ডের ১০ নম্বর স্লুইস গেইট এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ৫নং লটারি মুলে ইজারা প্রাপ্ত সাতডালিয়া পাড়া সমিতির সভাপতি ও সম্পাদক জানান, সমিতির প্রায় ৫ হাজার সদস্যের মালিকানাধীন একটি চিংড়ি ঘের দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালী ড্রাইভার কালু ও তার অনুসারীরা। প্রথম দিকে লাগিত দিলেও পরবর্তীতে কোনো অর্থ পরিশোধ না করেই জমি দখল করে নেয় তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতডালিয়া সমিতির ইজারা প্রাপ্ত খাল ও চিংড়ি ঘেরে ড্রেজার মেশিন, এসকেভেটর ও ডাম্পার গাড়ি ব্যবহার করে দিনরাত বালু উত্তোলন করছে। ফলে বসতবাড়ি, মসজিদ ও নূরানী মাদরাসাসহ জনবহুল এলাকায় ভয়াবহ ক্ষতি হচ্ছে। যন্ত্রপাতির বিকট শব্দে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, অসুস্থ ও বয়স্ক মানুষরা চরম ভোগান্তিতে পড়ছেন।
বক্তারা আরও বলেন, এবিষয়ে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডে অভিযোগ জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। বরং দখলদাররা প্রশাসনের নিষ্ক্রিয়তাকে উপহাস করে অবাধে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এ বিষয় গুলো তুলে ধরে সাতডালিয়া পাড়া সমিতির সদস্য এটিএম নিউজ টিভির ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক এটিএম আমিরুল গণি খোকন শুক্রবার একটি সংবাদ প্রকাশ করায়, স্থানীয় কালু ড্রাইভারের নেতৃত্বে তার উপর বর্বরোচিত হামলা করে, এতে সাংবাদিক আমিরুল গণি গুরুতরভাবে আহত হয়।
মানববন্ধনে থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার পূর্বক পরিবেশ বিধ্বংসী বালু উত্তোলন বন্ধের ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট জোর দাবি জানানো হয়। এতে বক্তব্য রাখেন মাষ্টার নুরুল আমিন, মাষ্টার জসিম উদ্দিন, সাংবাদিক আবদুল মন্নান, জসিম উদ্দিন কিশোর, আনোয়ারুল ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *