ভোরের দূত ডেস্ক: কয়েক দিনের হালকা বৃষ্টির পর থমকে গেছে আকাশ, বেড়েছে ভ্যাপসা গরম। মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশেই বৃষ্টি কমেছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে—৯ সেপ্টেম্বরের পর আবার বাড়বে বৃষ্টির প্রবণতা।
৪ সেপ্টেম্বর ঢাকায় রেকর্ড হয়েছে ২১ মিলিমিটার বৃষ্টি। দেশের নানা স্থানে ঝরেছে সামান্য বৃষ্টি, কিন্তু বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা দাঁড়িয়েছে ৩৪–৩৫ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী পাঁচ দিন আকাশ থাকবে গরমের দখলে, কোথাও কোথাও বইতে পারে মৃদু তাপপ্রবাহ।