সন্দ্বীপে জেলেদের মানববন্ধন: অভিযানের আগে চাল বিতরণ ও অনিবন্ধিত জেলেদের নিবন্ধনের দাবি

সারাদেশ

সন্দ্বীপ, (চট্টগ্রাম) : চট্টগ্রামের সন্দ্বীপে অভিযান শুরুর আগেই জেলেদের মাঝে চাল বিতরণ এবং প্রায় ১৬ হাজার অনিবন্ধিত জেলের দ্রুত নিবন্ধন ও তালিকাভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর বিকেলে সন্দ্বীপের হরিশপুর ইউনিয়নের নাজির সাঁকো এলাকায় এই কর্মসূচির আয়োজন করে ক্ষুদ্র জেলে সম্প্রদায়। এটি “ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড রেজিলিয়েন্স (CCR)” প্রকল্পের সহায়তায় এসডিআই ও কোস্ট ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত হয়।

মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও জেলেরা অংশ নেন। প্রান্তিক জেলে দলের সভাপতি রমনীমোহন জলদাস-এর সভাপতিত্বে এবং কমিউনিটি মোবিলাইজার বাদল রায় স্বাধীন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, মাছ ধরা বন্ধ হয়ে গেলে জেলেরা পরিবার চালাতে হিমশিম খায়, কারণ সরকারি চাল বিতরণে অনেক দেরি হয়। তাই অভিযান শুরুর আগেই চাল বিতরণ নিশ্চিত করার দাবি জানানো হয়।

বক্তারা আরও জানান, সন্দ্বীপে নিবন্ধিত জেলের সংখ্যা মাত্র ৭ হাজার, অথচ প্রকৃত জেলের সংখ্যা ১৬ থেকে ১৮ হাজার। এই অনিবন্ধিত জেলেরা কোনো সরকারি সহায়তা পায় না। তাই একটি ত্রুটিমুক্ত তালিকা তৈরি করে বাদ পড়া জেলেদের দ্রুত নিবন্ধনের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন: অভিযান শুরুর আগেই চাল বিতরণ নিশ্চিত করা, অনিবন্ধিত প্রায় ১৬ হাজার জেলের দ্রুত নিবন্ধন করা, ত্রুটিমুক্ত ও হালনাগাদ তালিকা প্রণয়ন করা, প্রকৃত জেলেদের হাতে কার্ড হস্তান্তর নিশ্চিত করা এবং কার্ড বিতরণের নামে অর্থ নেওয়া বন্ধ করা, প্রতি পরিবারকে নগদ ৮-১০ হাজার টাকা ভাতা দেওয়া, জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান ও স্বল্প সুদে ঋণ ও অনুদান চালু করা।

বক্তারা আরও বলেন, “অভিযান শুরুর আগেই চাল দিতে হবে এবং বাদ পড়া জেলেদের দ্রুত নিবন্ধন করে সবার হাতে কার্ড পৌঁছাতে হবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *