ঢাবিতে ডাকসু নির্বাচন ২০২৫: কোষাধ্যক্ষ ও শিক্ষক সদস্য মনোনয়ন প্রক্রিয়া শুরু

ক্যাম্পাস

ভোরের দূত ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ডাকসুর কোষাধ্যক্ষ এবং শিক্ষক সদস্য (ভোটার) মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

ডাকসু কোষাধ্যক্ষ মনোনয়ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম. মোখলেসুর রহমান-কে ডাকসু এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর জন্য কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিসের একটি অফিসিয়াল চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়। চিঠিটি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনিশ শামস্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত। এই মনোনয়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনে হয়েছে।

চিঠির বিস্তারিত:

তারিখ: ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ (৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ)।

স্মারক নং: রেজি/প্রশা-৪/২২৪৮-বি-সি।

অনুলিপি: চিঠির অনুলিপি ডাকসু নির্বাচন ২০২৫-এর বিজয়ী সকল সদস্য, সকল ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক, সকল সহযোগী ও সহকারী অধ্যাপকসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে পাঠানো হয়েছে।

শিক্ষক সদস্য মনোনয়ন প্রক্রিয়া শুরু
এদিকে, ডাকসু নির্বাচনে শিক্ষক সদস্যদের অংশগ্রহণের জন্য মনোনয়ন প্রক্রিয়াও শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সামসুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রতিটি বিভাগ থেকে একজন করে শিক্ষক সদস্য মনোনয়ন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই প্রক্রিয়ায় শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনকে আরও শক্তিশালী ও কার্যকর করবে। এ কারণে প্রতিটি বিভাগকে দ্রুত শিক্ষক সদস্য মনোনয়ন প্রদানের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তির অনুলিপি উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *