নোয়াখালী কলেজে নবীনদের জন্য ছাত্রশিবিরের উৎসবমুখর নবীন বরণ

পড়াশোনা ক্যাম্পাস

আব্দুর রহিম, নোয়াখালী প্রতিনিধি: ইসলামী ছাত্রশিবির নোয়াখালী সরকারি কলেজ শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অনার্স প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করা হয়।

শিবির নোয়াখালী কলেজ সভাপতি নাজিম মাহমুদ শুভ এর সভাপিতেত্ব ও নোয়াখালী কলেজ সেক্রেটারী আব্দুল কাদের আল আমিন সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান। তিনি বলেন, “নবীন শিক্ষার্থীদেরকে হতে হবে জ্ঞানে, চরিত্রে ও আদর্শে সমৃদ্ধ। শিক্ষাজীবন শুধু সনদ অর্জনের জন্য নয়, বরং সঠিক দিকনির্দেশনা ও নৈতিকতা অর্জনের জন্য।”

বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী সরকারি কলেজের প্রিন্সিপাল জাকির হোসেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রফেসর আবদুল করিম, নোয়াখালী শহর সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল রাকিব এবং সাবেক শহর সভাপতি হারুন রুবেল।

নোয়াখালী সরকারি কলেজের প্রিন্সিপাল জাকির হোসেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “উচ্চশিক্ষার মূল লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো করা নয়, বরং নৈতিকভাবে দৃঢ় হয়ে সমাজে অবদান রাখা।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠ অধ্যয়ন, গবেষণা এবং সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান।

 

নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদেরকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে আদর্শ জীবন গঠনের আহ্বান জানান। তারা বলেন, দেশের আগামী নেতৃত্ব গড়ে উঠবে এই তরুণ প্রজন্মের মধ্য থেকেই।

অনুষ্ঠানে কলেজ প্রাঙ্গণ নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। কয়েকশত নবীন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, প্রকাশনা সহ ইত্যাদি উপহারসামগ্রী প্রদান ফটো বুথসহ আনন্দ-উচ্ছ্বাস এবং অতিথিদের উদ্বুদ্ধমূলক বক্তব্যে নবীন বরণ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *