ভোরের দূত ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার সন্ধ্যায় ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে এই বিক্ষোভ হয়।
মিছিল চলাকালীন ছাত্রদলের নেতা-কর্মীরা ‘নির্বাচনে কারচুপি, মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল থেকে আবিদুল ইসলাম আবিদ অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনে ভোট কারচুপি করেছে। তিনি বলেন, স্বচ্ছ ব্যালট বাক্স দেওয়া হয়নি এবং ভোট গণনা শুরুর দুই ঘণ্টা পর ছাত্রদলের এজেন্টদের গণনা কক্ষে ঢুকতে দেওয়া হয়েছে। আবিদ বলেন, সুষ্ঠু তদন্ত ছাড়া তারা এই নির্বাচনের ফলাফল মেনে নেবেন না।
উল্লেখ্য, প্রায় ৬ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।