চলতি বছরের অক্টোবরের মধ্যেই আবাসন ভাতা চালুর দাবি জবি ছাত্রদলের 

ক্যাম্পাস

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইউনিটের পক্ষ হতে চলতি বছরের অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালুর দাবি করেছে।

সোমবার(২২ সেপ্টেম্বর)  বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় এক সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়,এই দাবিকে সামনে রেখে  দেয়াল-লিখন (চিকা), প্রচার-প্রচারণা, প্রতিবাদ কর্মসূচি এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে প্রশাসনকে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেওয়ার সর্বোচ্চ আহ্বান জানানো হবে।

আরও বলা হয়,আমাদের দাবি আবাসিক ভাতার ন্যূনতম ৭০% অবশ্যই কার্যকর করতে হবে। এটি শিক্ষার্থীদের অধিকার, আবদার নয়। অনতিবিলম্বে আগামী অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে আবাসন ভাতা পৌঁছে দিতে হবে। এর ব্যত্যয় হলে বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর কর্মসূচিগ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “জুলাইকে কেন্দ্র করে যে ভাতার কথা বলা হয়েছে তাতে আমরা সন্তুষ্ট না।তাইআমরা অক্টোবরের মধ্যেই আবাসন ভাতা চাই। জকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা জকসু ও চাই এবং আমরা আরও কয়েকটা পদের কথা ও উল্লেখ করেছিলাম যেমন- মানবাধিকার, মিডিয়া সম্পাদক ইত্যাদি।”

ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন,”সাধারন শিক্ষার্থীদের প্রাণের দাবি আবাসন ভাতা। আমরা যমুনা  থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের অধিকার আদায়ে পাশে ছিলাম। আমরা শিক্ষার্থীদের জন্য ফ্রী মেডিকেল সেবা প্রদানের ব্যবস্থা করেছি।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *