সফট স্কিল উন্নয়ন ও ডিজিটাল সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটা হলে কম্পিউটার ল্যাব স্থাপন করবে ডাকসু

ক্যাম্পাস রাজনীতি

ভোরের দূত ডেস্ক: আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে এক অপরিহার্য অনুষঙ্গ হলো- কম্পিউটার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) বর্তমান সামগ্রিক বাস্তবতায় শিক্ষা, দক্ষতা উন্নয়ন, গবেষণা, জ্ঞান চর্চা, কর্মসংস্থান ও ক্যারিয়ার গঠনে কম্পিউটার ল্যাবের বিকল্প নেই। সেই লক্ষ্যেই ঢাবিতে প্রতিটি হলে সফট স্কিল উন্নয়ন ও ডিজিটাল সুবিধা বৃদ্ধিতে  কম্পিউটার ল্যাব স্থাপন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ(ডাকসু)।

এই ল্যাব বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে স্থাপিত হলে শিক্ষার্থীদের জন্য ক্লাসরুমের বাহিরেও প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি গবেষণা, একাডেমিক কাজসমূহের প্রস্তুতি, ডেটা অ্যানালাইসিস ও থিসিস প্রস্তুতিকরণসহ অনলাইনের সকল সুবিধা খুবই সহজলভ্য ও দ্রুততর সময়ে পাবে। প্রতিযোগিতামূলক চাকুরির বাজারে নিজেকে প্রস্তুত করতে আরো বেশি সক্ষম হবে।

এসব চিন্তা থেকেই শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের ব্যাসিক ডিমান্ড হিসেবে আমরা প্রতিটি আবাসিক হলে ‘আইটি ও ক্যারিয়ার সেন্টার’ নামক আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করতে যাচ্ছেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক, মোঃ মাজহারুল ইসলাম।

তিনি বলেন, “প্রতিটি হলে ‘আইটি ও ক্যারিয়ার সেন্টার’ নামক আধুনিক ল্যাব স্থাপন করতে যাচ্ছি যা শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নের একটি হাব হিসেবে কাজ করবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ডাকসুর এই সামগ্রিক পরিকল্পনার কথা অবহিত করলে তারা সাধুবাদ জানিয়েছেন।

প্রতিটি আবাসিক হলে ল্যাবের জন্য শুধুমাত্র একটি রুম বরাদ্দ দিলে অবশিষ্ট সামগ্রিক কাজ ডাকসু থেকে সম্পন্ন করবে বলে জানান। সেন্ট্রাল প্রশাসনকে অবহিত করানোর পাশাপাশি গতকাল শেখ মুজিব হল ও রোকেয়া হলের প্রোভোস্ট স্যার ও ম্যাডাম বরাবর রুমের জন্য লিখিত আবেদনও প্রদান করেছেন তারা।

তারা বলেন, “দ্রুততম সময়ের মধ্যে প্রতিটি আবাসিক হলে ল্যাবের জন্য একটি রুমের আবেদন করবো এবং রুম বরাদ্দ পেলে ল্যাব তৈরি কাজ শুরু করবো ইনশাআল্লাহ।”

কম্পিউটার ল্যাবকে শিক্ষার্থীদের জন্য অধিকতর কার্যকর করতে ইতিমধ্যে কিছু পরিকল্পনাও নিয়েছেন এবং সেইসাথে সবার থেকে সামগ্রিক কোনো পরামর্শ থাকলে তা জানানোর অনুরোধ করছেন ডাকসু।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *