ক্ষমতায় গেলে কী করবে জামায়াত? জানালেন আমির ডা. শফিকুর রহমান

জাতীয়

ভোরের দূত ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় গেলে জনগণের দাবি আদায়ের জন্য আর রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে দলের তিনটি প্রধান অঙ্গীকারের কথাও ঘোষণা করেন তিনি।

আজ শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এফডিইবি) বার্ষিক কাউন্সিল অধিবেশনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ অঙ্গীকার করেন।

জামায়াত আমির বলেন, ‘আমরা ক্ষমতায় এলে দাবি আদায়ে কাউকে এক মিনিটের জন্যও কর্মস্থল ফেলে রাস্তায় আসতে হবে না। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে।’

‘আমাদের প্রধান কমিটমেন্ট (অঙ্গীকার) তিনটি’ উল্লেখ করে ড. শফিকুর রহমান বলেন, ‘প্রধান ফোকাস থাকবে ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা আমরা রাখব না। আমার মেরুদণ্ড নেই তো দাঁড়াব কীভাবে, বসব কীভাবে, মেরুদণ্ড ছাড়া তো আমি ফুটবল হয়ে যাব। প্রথমে মেরুদণ্ডেই চিকিৎসার জন্য হাত দিতে হবে। যে শিক্ষা অনৈতিকতা তৈরি করে, মানুষকে দুর্নীতিবাজ বানায়, মানুষকে ইতর প্রাণী বানায় সেই শিক্ষা আমরা দেবো না।’

তিনি বলেন, ‘যে শিক্ষা মানুষকে মানুষ বানায়, মানুষকে সম্মান করতে শেখায় সেই শিক্ষাই আমরা আমাদের ছেলে-মেয়েদের হাতে তুলে দেবো।’

নৈতিক ও বৈষয়িক শিক্ষার সমন্বয় ঘটানো হবে জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘শিক্ষার্থীরা যাতে শিক্ষাজীবন শেষ করে সংশ্লিষ্ট কাজ পেতে পারে এবং কেউ বেকার না থাকে।’ তিনি বলেন, কেউ কাজের বাইরে থাকবে না। হয় সে উদ্যোক্তা, নয়তো চাকরিজীবী হবে।

দ্বিতীয় কমিটমেন্টের কথা উল্লেখ করে ড. শফিকুর রহমান বলেন, ‘শুধু ডিগ্রির ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রে কারও মর্যাদা নির্ধারণ হবে না। কাজের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ করা হবে।’

তৃতীয় অঙ্গীকারের বিষয়ে তিনি বলেন, ‘দুর্নীতির জোয়ার কেটে দেবো। এ কথা শুনে অনেকের বুকে ধড়ফড় শুরু হয়েছে। অনেকেই তো আবার চলেনই এগুলো দিয়ে।’ তিনি বলেন, ‘যে সার্ভিসের গুরুত্ব ও দায়িত্ব যত বেশি, সেই সার্ভিসের বেতন কাঠামোও ততটা করতে হবে।’

সাংবাদিকদের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেবো, সেটা আমাদের বিপক্ষে গেলেও।’

‘আমরা বিশ্বাস করি, পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করতে পারব’, যোগ করেন জামায়াতের আমির।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *