‘জঙ্গি নাটকের’ বিচার করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষা উপদেষ্টা

জাতীয়

ভোরের দূত ডেস্ক: শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার মন্তব্য করেছেন যে, তথাকথিত “জঙ্গি নাটকের” বিচার করতে সরকার বদ্ধপরিকর।

আজ বুধবার দুপুরে সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, অতীতে ধর্মীয় বিশ্বাসের কারণে মানুষকে নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে। পোশাকের কারণেও তারা নাগরিক মর্যাদা নিয়ে নিরাপদে চলাচল করতে পারেননি। তিনি জোর দিয়ে বলেন, “আমরা জানি এখানে কীভাবে জঙ্গি নাটক সাজানো হয়েছে। এদের (যারা জঙ্গি নাটক সাজিয়েছেন) বিচার করার জন্য সরকার বদ্ধপরিকর।”

ড. আবরার শাপলা চত্বরের গণহত্যার কথা উল্লেখ করে বলেন, “আমি নিজে বলতে পারি—শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল সরকার সেটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল।” একইসঙ্গে তিনি অভিযোগ করেন, যারা নিজেদের বুদ্ধিজীবী মনে করেন, তাদের বিরাট একটা অংশ নীরব থেকে ওই হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছিলেন। তিনি আরও বলেন, “ইতিহাসকে মুছে ফেলার পরিকল্পনা ছিল। কিন্তু সত্যকে ধামাচাপা দেওয়া যায় না।”

সরকারি মাদরাসা-ই আলিয়া, ঢাকার অধ্যক্ষ অধ্যাপক মো. ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *