‘অভ্যুত্থান কোনো একক দল করেনি’: নারায়ণগঞ্জে জোনায়েদ সাকি

রাজনীতি

ভোরের দূত ডেস্ক: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দলের মাধ্যমে হয়নি। বরং এতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনকারী সমস্ত দল এবং দল করেন না এমন অসংখ্য মানুষ যুক্ত হয়েছিলেন, জীবন দিয়েছিলেন।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৯ম সম্মেলনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি আগামী নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে বলেন, নির্বাচন সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ বিষয় এবং সংস্কারের চূড়ান্ত ফয়সালার জন্য নির্বাচন অপরিহার্য। তিনি সতর্ক করেন:

“নির্বাচন ভন্ডুল হয়ে গেলে, কেউ একক কর্তৃত্ব কায়েম করতে গেলে এই রাষ্ট্রে আবার অন্ধকার জেঁকে বসবে। আমরা নির্বাচন চাই, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে।”

প্রতিনিধিত্বমূলক সরকার পদ্ধতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জামায়াতে ইসলামীর দাবিকৃত ‘পিআর (Proportional Representation) পদ্ধতি’-র সমালোচনা করেন:

তিনি বলেন, ঐকমত্য কমিশনে নিম্নকক্ষ অর্থাৎ জাতীয় সংসদে পিআর পদ্ধতির কোনো প্রস্তাবই ছিল না।

জামায়াতে ইসলামী যে পদ্ধতিতে ৩০০ আসনেই পিআর দাবি করছে, তাতে কোনো প্রার্থীর দরকার হবে না এবং তা জনগণের প্রতিনিধিত্বমূলক জায়গা হলো না।

জোনায়েদ সাকি মনে করেন, পিআর পদ্ধতি প্রয়োগ করতে হলে মিশ্র পদ্ধতিতে নিম্নকক্ষে তা হতে পারে, অথবা উচ্চকক্ষ থাকলে নিম্নকক্ষে পিআরের প্রয়োজন নেই।

তিনি ‘জুলাই সনদ’-কে রক্তের ওপর লেখা সনদ হিসেবে উল্লেখ করে এর বাস্তবায়ন নিশ্চিত করার ওপর জোর দেন:

“জুলাইয়ের সনদ রক্তের ওপর লেখা সনদ। এই সনদ আগামী জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে এমন আইন করতে হবে। কেবল অঙ্গীকারে কেউ বিশ্বাস করছে না। এই দেশের ইতিহাসে বহু অঙ্গিকার বহুজনে ভঙ্গ করেছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগর নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, এবং ছাত্র ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *