ডাকসুর উদ্যোগে প্রথম মেডিকেল সিরিজ ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন প্রায় এক হাজার শিক্ষার্থী 

ক্যাম্পাস

ডাকসু প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে আয়োজিত প্রথম ‘মেডিকেল সিরিজ ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী চিকিৎসাসেবা গ্রহণ করেন। ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শামসুন নাহার হলের গেস্টরুম ও জগন্নাথ হলের মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী চলে এই চিকিৎসাসেবা।

বিশেষায়িত এ সিরিজ ক্যাম্পে মেডিসিন, গাইনোকোলজি ও চর্মরোগ বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী শিক্ষার্থীদের বিনামূল্যে সীমিত পরিসরে ঔষধ প্রদান করা হয়।

ডাকসুর আয়োজনে মেডিকেল সিরিজ ক্যাম্পে স্পন্সর করেছে ইবনে সিনা ট্রাস্ট। এছাড়া আয়োজন সফল করতে সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন, শামসুন নাহার ও জগন্নাথ হল সংসদ।

ক্যাম্প পরিদর্শন করেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। এসময় তাঁরা শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং এ উদ্যোগের প্রশংসা করেন।

ভিপি আবু সাদিক কায়েম বলেন, “ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি স্বাস্থ্য ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতেও প্রতিশ্রুতিবদ্ধ। আজকের ক্যাম্প তারই বাস্তব প্রতিফলন।”

জিএস এস এম ফরহাদ বলেন, “শিক্ষার্থীদের জন্য নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্যসেবা অত্যন্ত জরুরি। প্রত্যেক শিক্ষার্থীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডাকসু ভবিষ্যতে প্রতি মাসেই এ ধরনের ক্যাম্প আয়োজন করবে।”

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মিনহাজ বলেন, “শিক্ষার্থীদের জন্য নিয়মিত মেডিকেল সিরিজ চালুর মাধ্যমে ডাকসু একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ উদ্যোগে সহযোগিতার জন্য ইবনে সিনা ট্রাস্টকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আরো বহুমুখী স্বাস্থ্য উদ্যোগ নেওয়া হবে ইনশাআল্লাহ।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, ক্রীড়া সম্পাদক আরমান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহার, আইন সম্পাদক জাকারিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মিনহাজ, কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা এবং উম্মে উসয়াতুন রাফিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *