জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি।
শনিবার (৪ অক্টোবর) দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস স্বাক্ষরিত এক বার্তায় হাসিবুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সংগঠনটি।
হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ভোলায়।
সংগঠনের শোকবার্তায় বলা হয়: “হাসিবুর রহমান ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী, সাহসী ও নেতৃত্বগুণসম্পন্ন শিক্ষার্থী। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে সবসময় তিনি ছিলেন সক্রিয় অংশগ্রহণকারী। সবার মনে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।”
সংগঠনটি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী ও সহকর্মীদের প্রতি আন্তরিক সহমর্মিতা জানিয়েছে।
উল্লেখ যে, গতকাল রাতে খাবারের জন্য জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফীনের সঙ্গে ক্যাম্পাসসংলগ্ন হোটেল স্টার কাবাবে অবস্থান করছিলেন হাসিবুর। এ সময় হঠাৎ তাঁর খিঁচুনি ওঠে এবং বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিকভাবে ধারণা করেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।