যৌথ অভিযানে ছাত্র সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩

অপরাধ

ভোরের দূত ডেস্ক: ঢাকা, ০৪ অক্টোবর ২০২৫ (শনিবার): আজ ভোর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত চাঁদাবাজ ও কিশোর গ্যাং লিডার আসাদুর রহমান আকাশ, তার সহযোগী মোঃ ফরিদ উদ্দিন ও মোঃ রবিনকে উত্তরার দক্ষিনখান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা বানিজ্য, চাঁদাবাজি, সাংবাদিকদের উপর হামলা, ভয়ভীতি প্রদর্শনকরে টাকা আদায়, কিশোর গ্যাং পরিচালনা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে আকাশ ও তার সহযোগীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলার দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়ে। বিশেষ করে একজন সাংবাদিককে গলা টিপে ধরাসহ শারীরিকভাবে লাঞ্ছিত করার ভিডিও যৌথ বাহিনীর গোচরীভূত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আকাশ জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানের নাম করে চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে লিপ্ত হয়। এছাড়াও সে বিভিন্ন স্থানে উদ্দেশ্য প্রনোদিত মব সৃষ্টি করে নিরীহ মানুষদের মারধর, বাজার দখল এবং কিশোর গ্যাং পরিচালনার মাধ্যমে ত্রাস সৃষ্টি করে থাকত।

আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *