নওয়াপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খেলাধুলা

মতিন গাজীঃ যশোরের অভয়নগরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট। শনিবার বিকেলে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অভয়নগর ফুটবল একাডেমীর আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থা ও যশোর জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি। প্রথমার্ধে গোলশূন্য থাকা খেলায় দ্বিতীয়ার্ধে ঝিনাইদহের ১৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় সুমনের একমাত্র গোলেই জয় পায় ঝিনাইদহ জেলা দল। সেরা খেলোয়াড় নির্বাচিত হন গোলদাতা সুমন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম। সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল। বিশেষ অতিথি ছিলেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা এবং খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম নাসির উদ্দীন, বাগেরহাট জেলা কোকো ক্রীড়া সংসদের সহসভাপতি মিলন ডাকুয়া প্রমুখ।টুর্নামেন্টের পরবর্তী খেলায় আগামী মঙ্গলবার খুলনা জেলা দল ও সাতক্ষীরা জেলার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *