আবু সালেহ মোঃ হামিদুল্লাহ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ডে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে। এতে সাধারণ মানুষ, যাত্রী এবং চালকদের চলাচল কঠিন হয়ে পড়ছে, রীতিমতো ঘটছে সড়ক দুর্ঘটনা। নেই কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থাপনা।
শনিবার(৪ অক্টোবর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়,খানা খন্দে ভরপুর এ রাস্তায় প্রায় হাটু সমান পানি।হেঁটে রাস্তা পারাপার প্রায়ই অসম্ভব।
স্থানীয় একজন সিএনজি চালক বলেন,সামান্য একটু বৃষ্টি হলেই পানিতে রাস্তাটি ডুবে যায়।আমাদের গাড়ি চালানো খুবই কষ্টসাধ্য হয়ে পরে।গত মাসে বৃষ্টির পানিতে রাস্তা ডুবে যাওয়ায় খন্দে পরে দূর্ঘটনা ঘটে ২জন যাত্রী গুরুতর আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন রয়েছেন।
বাচ্চু মিয়া নামে একজন পরিবহন শ্রমিক বলেন,আমাদের জীবন-জীবিকা পরিবহনের উপর নির্ভর করে অথচ আমরা এ জলবদ্ধতার কারণে নিয়মিত গাড়ি চালাতে পারছি না।ঠিকমতো যাত্রী ও মিলছে না।সরকার যদি আমাদের এ সমস্যাটি সমাধান না করে তাহলে হয়তো আমাদের না খেয়েই দিনাতিপাত করতে হবে।
বকুল মিয়া নামে একজন পথচারী বলেন,গত বৃহস্পতিবারে অসুস্থ নাতিকে নিয়ে অটোতে করে বাড়ি যাওয়ার পথে খন্দে পরে অটোরিকশা উল্টে গিয়ে আমরা গুরুতর আহত হয়েছি। আমাদের মানবিক ইউএনও মাঈদুল ইসলাম যদি একটা ব্যবস্থা গ্রহণ করতো তাহলে আমাদের উপকার হতো।
এ বিষয়ে কটিয়াদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নজরুল ইসলাম বলেন,জলবদ্ধতার কারণে কটিয়াদী বাসস্ট্যান্ডের বেহাল দশাটি দীর্ঘ দিনের।গত কিছুদিন আগের একটি সড়ক দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আমি নিজে।এ দূর্ঘটনায় ৪জন আহত হয়েছিলো।এ সমস্যা সমাধানে সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম বলেন, জলাবদ্ধতা নিরসন ও রাস্তা সংস্কারের জন্য কটিয়াদী পৌরসভাকে অবহিত করা হয়েছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।