ভোরের দূত ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে বন্দর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার লিটনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে শাহসাহেবের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত লিটন বন্দর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিবিজোড়া এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্যবিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের ওপর আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার সন্দেহে আওয়ামী লীগ নেতা লিটনের সম্পৃক্ততা থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।