ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পুরষ্কার পেলেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল 

সারাদেশ

মাসুদুর রহমান রুবেল , (ঢাকা): ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পুলিশ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু।

বুধবার (২৪ সেপ্টেম্বর ) দুপুরে ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম।

জানা যায়, ২০২৫ সালের ২০ এপ্রিল কেরানীগঞ্জ মডেল থানার দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর সুদক্ষ নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল থানার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেফতার ও মামলা গ্রহণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় তাকে ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়।

এদিকে ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় কেরানীগঞ্জ বাসির প্রশংসায় ভাসছেন পুলিশের এই কর্মকর্তা।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা এবং পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরাতে নিরলসভাবে কাজ করছি। আমাদের লক্ষ্য হলো কেরানীগঞ্জ-কে একটি নিরাপদ, শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *