কিশোরগঞ্জে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক পুলিশি বাধায় বন্ধ

সারাদেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি: অনুমতি না থাকায় কিশোরগঞ্জে হেযবুত তওহীদ আয়োজিত একটি গোলটেবিল বৈঠক পুলিশ বন্ধ করে দিয়েছে। ‘রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা – তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা’ শিরোনামে জেলা শাখার এই অনুষ্ঠানটি সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের একটি রেস্তোরাঁর পার্টি সেন্টারে শুরু হওয়ার কথা ছিল।

বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অনুমতি না থাকার কারণে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। ফলে হেযবুত তওহীদের নেতা-কর্মীরা বৈঠক সম্পন্ন করতে পারেননি। পরে তারা লিফলেট বিতরণ করে উপস্থিত সকলকে বিদায় জানান।

সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মাহফুজুর রহমান মাহফুজ জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র গঠনে বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে এবং তারা তাদের প্রস্তাবনা সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রিয়াজের কাছেও দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা সারা দেশে আলোচনা সভা ও বৈঠক করছি, কোথাও বাধা দেওয়া হয়নি। কিশোরগঞ্জে আমাদের অনুষ্ঠান বন্ধ করা দুঃখজনক।’

অন্যদিকে, ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অনুষ্ঠানটির জন্য প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি। অনুমতি ছাড়া অনুষ্ঠান করা ঠিক নয়, তাই এটি বন্ধ করে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *