মো. বদরুল আলম বিপুল, সখীপুর, টাংগাইল: টাঙ্গাইলের সখীপুরের বড়চওনা-ধইন্যাজানি সড়কের হামিদপুর চৌরাস্তা এলাকায় পুরনো একটি কালভার্টের মুখ বন্ধ থাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কালভার্টের দুপাশের পাকা সড়ক ধসে পড়েছে এবং প্রায় ছয় মাস ধরে হাজারো মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, বর্ষা মৌসুমে ওই কালভার্ট দিয়ে বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশন হতো। কিন্তু চলতি মৌসুমে কালভার্টের মুখ মাটি দিয়ে ভরাট করায় উজানের পানি নামতে না পেরে সড়ক দিয়েই প্রবাহিত হচ্ছে। ফলে সড়ক ভেঙে খালে পরিণত হয়েছে।
স্থানীয় সাইফুল ইসলাম জানান, কালভার্টের দুই পাশে মাটি ভরাট করায় স্রোতের মতো পানি পাকা সড়ক দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে রাস্তাটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এই রাস্তা দিয়ে হেঁটেও যাওয়া যাচ্ছে না।
স্থানীয় এক কৃষক বলেন, জলাবদ্ধতায় তাঁর পুকুরের প্রায় দুই লাখ টাকার মাছ ভেসে গেছে এবং বাড়ির ভেতর পর্যন্ত পানি উঠেছে। এতে পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ বলেন, বিষয়টি ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বর্তমানে ওই সড়কে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এতে শিক্ষার্থীসহ হাটবাজার ও স্বাস্থ্যসেবা নিতে আসা মানুষও চরম দুর্ভোগে পড়েছেন।
এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী আরিফুর রহমান বলেন, কেন কালভার্টের মুখ বন্ধ করে মাটি ভরাট করা হয়েছিল তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি দ্রুত কালভার্ট ও ধসে যাওয়া সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হবে।