সিআইডি সদর দপ্তরে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিধান

জাতীয় সারাদেশ

ভোরের দূত ডেস্ক: আজ ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে সিআইডি সদর দপ্তর, ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে একজন এএসপি থেকে অতিরিক্ত এসএসপি পদে এবং ছয়জন পুলিশ পরিদর্শক (নি.) থেকে এএসপি পদে উন্নীত হয়েছেন। এর মধ্যে জনাব আল মামুন এএসপি থেকে অতিরিক্ত এসএসপি পদে পদোন্নতি লাভ করেন। তিনি ২০১৮ সালে ৩৬তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।  অন্যদিকে, উপ-পুলিশ পরিদর্শক (নি.) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করে এএসপি পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন— জনাব মো. আবুল বাসার (১৯৯৫ সালে যোগদান), জনাব মো. মাহবুব মোরশেদ (১৯৯০), জনাব মো. মুরতাজা কবীর (১৯৯১), জনাবা আরজুমা বেগম (১৯৯৩), জনাব মো. জহিরুল হক (১৯৯৩),জনাব মো. মনিরুল ইসলাম, পিপিএম (১৯৯৩)।

অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সহধর্মিণীগণ উপস্থিত ছিলেন। এছাড়া ডিআইজি (ফরেনসিক) জনাব মো. জামশের আলীসহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় সিআইডি প্রধান নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অধিকতর উৎসাহ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং তাদের উত্তরোত্তর সাফল্য ও উৎকর্ষ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *