ভোরের দূত ডেস্ক: এশিয়া কাপ ক্রিকেটের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। রোববার দুবাইয়ে শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে খেলার বাইরেও একটি বড় বিতর্ক তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, ভারত শিরোপা জিতলে অধিনায়ক সূর্যকুমার যাদব এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অনিচ্ছা প্রকাশ করতে পারেন। মহসিন নকভি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেটেরও প্রধান। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় দল নকভির সঙ্গে করমর্দন করা থেকেও বিরত থাকতে পারে।
টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থাকায় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত দল তাদের রেকর্ড নবম এশিয়া কাপ শিরোপার লক্ষ্যে মাঠে নামছে এবং তারা স্পষ্টতই ফেভারিট। অন্যদিকে, সালমান আলি আঘার নেতৃত্বাধীন পাকিস্তান প্রতিশোধের খোঁজে মাঠে নামবে, লক্ষ্য তাদের তৃতীয় এশিয়া কাপ ট্রফি।
গত ১৪ দিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। এর আগের দুই লড়াইয়েই জয় পেয়েছে ভারত।