ভোরের দূত ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। একই দিনে নির্বাচিত পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি ও সহসভাপতিও নির্বাচিত হবেন। রোববার বিসিবি এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
তফসিল অনুযায়ী, ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে মনোনীত কাউন্সিলররা ভোট দেবেন। এরপর ভোট গণনা হবে এবং সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
পরিচালকরা সভাপতি ও সহসভাপতি নির্বাচনের জন্য একই দিন রাত সাড়ে ৭টায় ভোট দেবেন এবং রাত ৯টায় ফলাফল প্রকাশ করা হবে।
ভোটার তালিকা ও অন্যান্য কার্যক্রম
বিসিবি সোমবার রাত ৭টায় নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। আগ্রহীরা মিরপুর স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ের নির্বাচন কমিশনারের কার্যালয় এবং বিসিবির ওয়েবসাইট থেকে এই তালিকা সংগ্রহ করতে পারবেন।
- ২৩ সেপ্টেম্বর: খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ।
- ২৪ সেপ্টেম্বর: আপত্তির ওপর শুনানি।
- ২৫ সেপ্টেম্বর: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
- ২৬ ও ২৭ সেপ্টেম্বর: মনোনয়নপত্র বিতরণ।
- ২৮ সেপ্টেম্বর: মনোনয়নপত্র দাখিল।
- ২৯ সেপ্টেম্বর: মনোনয়নপত্র বাছাই করে তালিকা প্রকাশ।
- ৩০ সেপ্টেম্বর: আপিল গ্রহণ ও শুনানি।
- ১ অক্টোবর: মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং চূড়ান্ত তালিকা প্রকাশ।