ভোলার তজুমদ্দিন সরকারি কলেজে শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

সারাদেশ

তজুমদ্দিন প্রতিনিধি, ভোলা : ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার, শিক্ষামূলক সুবিধা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তিন দফা দাবিতে ভোলা জেলার তজুমদ্দিন সরকারি কলেজের শিক্ষার্থীরা আজ সকাল ১০টায় কলেজ সংলগ্ন সদর রোডে এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ ভবন নির্মাণে দীর্ঘদিন ধরে বাজেট বরাদ্দ থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে তাদের ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে হচ্ছে। এছাড়াও কলেজের বাথরুমগুলো অব্যবহারযোগ্য এবং আধুনিক ল্যাব, লাইব্রেরি ও সেমিনার কক্ষের মতো গুরুত্বপূর্ণ শিক্ষামূলক সুবিধার অভাব রয়েছে।

কলেজের অধ্যক্ষ নিরুপম চন্দ্র দত্ত সাংবাদিকদের জানান, আগামী দুর্গাপূজার পর পুরো ভবন সংস্কারের কাজ শুরু হবে। এর মধ্যে প্লাস্টার, টাইলস, থাইগ্লাস ও স্টিলের জানালা লাগানো এবং রঙ করাসহ মোট ২০ লাখ টাকার কাজ করা হবে। তিনি আরও জানান, কলেজের অবকাঠামো নির্মাণের জন্য আরও ৩৫ লাখ টাকার বরাদ্দ আসছে। অধ্যক্ষ বলেন, তিনি শিক্ষার্থীদের একটি কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন, যারা কলেজের উন্নয়নে কী করা উচিত সে বিষয়ে পরামর্শ দেবে এবং কলেজ কর্তৃপক্ষ তাদের সাথে এ ব্যাপারে কাজ করবে।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, “আমরা শুধু নিজেদের জন্য নয়, আগামী প্রজন্মের জন্যও একটি নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ চাই।” শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরাও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *