আনোয়ার হোসেন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাঁশঝাড় থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা আবদরিয়া পাড়ার আফতাব হাজীর বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরনে ছিল সবুজ চেকের লুঙ্গি ও গায়ে হলুদ রঙের টি-শার্ট। তার সাথে থাকা ৪৯ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে এক গৃহবধূ ঘাস সংগ্রহের জন্য বাঁশঝারের কাছে গেলে ভিতরে লাশ দেখতে পান। পরে তিনি এলাকাবাসীকে খবর দিলে বিষয়টি থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় রংপুর ক্রাইম সিন ইউনিটকে অবগত করা হয়েছে।