আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ): রাজশাহীর মোহনপুরে বিদেশি ফল ড্রাগন চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের প্রফেসর তৈয়বুর রহমান মৃধা। শিক্ষকতার পাশাপাশি তিনি কৃষি উদ্যোক্তা হিসেবেও এগিয়ে এসেছেন। উপজেলার কেশরহাট পৌরসভার ধামিন নওগাঁ মহল্লায় প্রথমে মাত্র ২ বিঘা জমি লিজ নিয়ে শুরু করেছিলেন ড্রাগন চাষ। কয়েক বছরের মধ্যে নিষ্ঠা ও পরিশ্রমে তা বিস্তৃত হয়ে এখন প্রায় ৮ বিঘা জমি জুড়ে সবুজে ঘেরা ড্রাগনের বাগানে রূপ নিয়েছে।
শুরু করার মাত্র এক বছরের মধ্যেই তার বাগানে থোকায় থোকায় ঝুলতে থাকে সুস্বাদু, রসালো ও রঙিন ড্রাগন ফল। পশুপাখির ক্ষতি রোধে পুরো বাগান সবুজ নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে। এতে ফলের মান অক্ষুণ্ণ থাকার পাশাপাশি বাগানের সৌন্দর্যও বেড়েছে বহুগুণে।
প্রফেসর তৈয়বুর রহমান জানান, তার বাগানে প্রতিদিন নিয়মিতভাবে ৫–৭ জন শ্রমিক কাজ করেন। জমি লিজ, সার, চারা, কীটনাশক ও শ্রমিক মজুরি বাবদ খরচ বাদ দিয়েও এ বছর তিনি লাভবান হওয়ার আশা করছেন।
ড্রাগন চাষে এ সফলতা শুধু ব্যক্তিগত অর্থনৈতিক সমৃদ্ধিই নয়, বরং গ্রামীণ জনপদে কৃষির নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। স্থানীয়দের মতে, প্রফেসর তৈয়বুর রহমানের এ উদ্যোগ অনেককে কৃষিভিত্তিক উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা দেবে। এ বিষয়ে মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম মুঠোফোনে বলেন, “আমরা নিয়মিত তার বাগান পরিদর্শন করি এবং সার্বিক সহযোগিতা দিয়ে থাকি।”