নেপালে তরুণদের আন্দোলনে নতি স্বীকার, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি

আন্তর্জাতিক

ভোরের দূত ডেস্ক:  দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ‘জেন–জি রেভল্যুশন’-এর মুখে অবশেষে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং তা গৃহীত হয়।

পদত্যাগপত্রে ওলি উল্লেখ করেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক সমাধানের পথ সুগম করার লক্ষ্যে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।

এর আগে গত ৪ সেপ্টেম্বর থেকে নেপাল সরকার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানী কাঠমাণ্ডুসহ বিভিন্ন স্থানে তরুণদের শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হলেও একপর্যায়ে তা সহিংস রূপ নেয়।

নতুন রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে এখন নেপালে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনার বিষয়টি সামনে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *