গাইবান্ধা প্রতিনিধি: ২৮ সেপ্টেম্বর ২০২৫ গাইবান্ধা জেলা পুলিশে কনস্টেবল থেকে এএসআই (নিঃ) পদে পদোন্নতি প্রাপ্ত দুই পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিধান করানো হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব নিশাত এ্যাঞ্জেলা নবপদোন্নতিপ্রাপ্ত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান এবং র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরিফুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।