মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সম্প্রতি অনুষ্ঠিত দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় বহিষ্কৃত নেতা নুরুল আমিন চেয়ারম্যানের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
একটি লিখিত বিবৃতিতে শাহীদুল ইসলাম চৌধুরী জানান, গত ৩ সেপ্টেম্বর নুরুল আমিন চেয়ারম্যান একটি আলোচনা সভায় তাকে জড়িয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বক্তব্য দিয়েছেন। নুরুল আমিন তার বক্তব্যে বলেছিলেন যে, “শাহীদুল ইসলাম চৌধুরী বিএনপির বিরুদ্ধে গিয়ে টেবিল মার্কায় ভোট করে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন।” শাহীদুল ইসলাম এই বক্তব্যকে ‘সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন।
তিনি আরও বলেন, “আমি কখনোই বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো প্রার্থীকে সমর্থন করিনি বা দলের বিরুদ্ধে অবস্থান নেইনি।” তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সবসময় ধানের শীষের পক্ষে কাজ করেছেন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। ছাত্রদল, যুবদল, জাসাস এবং পরবর্তীতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আহ্বায়ক হিসেবে তার রাজনৈতিক জীবনে দলের প্রতি আনুগত্যের কোনো বিচ্যুতি ঘটেনি।
শাহীদুল ইসলাম অভিযোগ করেন, দল থেকে বহিষ্কৃত নুরুল আমিন তার এই মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়েছেন হাই কমান্ডের বহিষ্কারাদেশকে হালকা করার উদ্দেশ্যে। তিনি বলেন, তার অনেক ত্যাগ ও কষ্টের মাধ্যমে অর্জিত স্বচ্ছ রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার জন্য এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা।
তিনি বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান, বহিষ্কৃত ওই নেতার বানোয়াট বক্তব্যে বিভ্রান্ত না হয়ে দলীয় শৃঙ্খলা রক্ষা করে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকতে।