ঐতিহ্যের ধারাবাহিকতায় অভয়নগরের হিদিয়ায় ইছামতীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

বিনোদন সারাদেশ

মতিন গাজী: যশোরের অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামে ইছামতী নদীতে গত (২ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

এ আয়োজনকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে বসে এক মিলনমেলা। হাজারো নারী-পুরুষ দর্শকরা নদীর তীরে এবং নৌকায় অবস্থান নিয়ে উপভোগ করেন মনোমুগ্ধকর এ প্রতিযোগিতা। প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে জারি ও সারি গানের দলের গান ও নৃত্যের পরিবেশনা দর্শকদের মাতিয়ে তোলে।

এবারের প্রতিযোগিতায় ছোট-বড় মোট ২২টি নৌকা অংশগ্রহণ করে। বড় নৌকার মধ্যে প্রথম স্থান অধিকার করে জাকির হোসেনের নৌকা, দ্বিতীয় স্থান পায় সাধন বিশ্বাসের নৌকা এবং যৌথভাবে তৃতীয় হয় রিপন ও বলাইয়ের নৌকা। ছোট নৌকায় প্রথম স্থান অর্জন করে তরিকুলের নৌকা, দ্বিতীয় স্থান পায় জিরানের নৌকা এবং তৃতীয় হয় বিজয়ের নৌকা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন নিউজের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিক, বিএনপি নেতা ফরাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান ও সেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমান মোল্লা।

ইছামতী পাড়ের এ নৌকা বাইচ গ্রামীণ সংস্কৃতির ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *