ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ নিয়ন্ত্রণে হ্যাকার গ্রুপ

অর্থনীতি

ভোরের দূত প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকারদের দখলে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে এবং শুক্রবার ভোরে বিষয়টি নিশ্চিত করে ব্যাংক কর্তৃপক্ষ।

হ্যাক হওয়ার পরপরই পেজটির প্রোফাইল ছবি ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো যুক্ত করে হ্যাকার গ্রুপ। তারা পেজে একটি স্ট্যাটাস দিয়েছিল যেখানে অভিযোগ আনা হয় যে, ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ অন্যায়ভাবে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করছে। স্ট্যাটাসে আরও বলা হয়, হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ রক্ষায় তারা এই পদক্ষেপ নিয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে ফেলা হয়।

ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম জানিয়েছেন, হ্যাকিংয়ের ঘটনা ভোরে শনাক্ত হওয়ার পরপরই প্রযুক্তি টিম কাজ শুরু করেছে। আশা করা হচ্ছে দ্রুতই পেজটি পুনরুদ্ধার করা যাবে।

ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংক অভ্যন্তরীণ কাঠামো সংস্কারের অংশ হিসেবে চাকরি ছাঁটাই ও পুনর্বিন্যাস কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে নিয়মবহির্ভূত নিয়োগ পাওয়া দুই শতাধিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আবার অনেকে স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন। পাশাপাশি প্রায় পাঁচ হাজার কর্মীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে ব্যাংক।

এই প্রক্রিয়া ঘিরে দীর্ঘদিন ধরে ব্যাংকের ভেতরে অসন্তোষ বাড়ছিল। পর্যবেক্ষকদের ধারণা, সেই ক্ষোভ থেকেই ফেসবুক পেজ হ্যাক করার ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় ইতোমধ্যেই ব্যাংক কর্তৃপক্ষ ফেসবুক ও সংশ্লিষ্ট সাইবার নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে। আইটি বিশেষজ্ঞরা কাজ চালিয়ে যাচ্ছেন পেজটি ফিরিয়ে আনার জন্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *